শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ধেয়ে আসছে বৃষ্টি, বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বড় আপডেট দিল হাওয়া অফিস

Sumit | ১১ এপ্রিল ২০২৫ ১৭ : ৫৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক:  বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ফলে বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। 


হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বিহার এবং উত্তর বাংলাদেশের উপরে একটি করে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগে ঢুকছে। তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবারের পর থেকে আবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে।


বৃহস্পতিবার রাতের দিকে কলকাতায় ঝড়বৃষ্টি হয়েছে। দমকা হাওয়ার সঙ্গে কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও বেশ কিছু ক্ষণের জন্য ঝমঝমিয়ে বৃষ্টি হয়। গরমে কিছুটা স্বস্তি দিয়েছে আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তন। এর ফলে এক দিনে পাঁচ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা।


হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার হাওয়ার বেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। হুগলিতে ওই দিন ঝড়ের গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। একই পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়।


উত্তরবঙ্গের সব জেলায় শনিবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে উত্তরের আট জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে।

 


হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম। অন্যদিকে শহরেরে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে অন্তত ৪ ডিগ্রি কম।

 


চৈত্র মাসের শেষদিকে এই সময় হালকা থেকে মাঝারি ধরণের কালবৈশাখীর দেখা মেলে। সেদিক থেকে দেখতে হলে এই অসময়ের বৃষ্টি খানিকটা হলেও খানিকটা কমিয়ে দেবে তাপমাত্রার পারদ। রাতের দিকে বৃষ্টির ফলে বাড়িতে ফিরে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন রাজ্যবাসী। 

 


IMD Weather UpdateHeavy RainfallWeather TodayWeather Update

নানান খবর

নানান খবর

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

হাড়োয়ায় এসটিএফের অভিযান, উদ্ধার একনলা ও দোনলা বন্দুক-সহ বেশ কয়েক রাউন্ড গুলি 

নতুন বউকে ঘরে রেখে বৌভাতের কেনাকাটা করতে গিয়েছিলেন স্বামী, সব শেষ মাঝরাস্তায়

শুক্রবারও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলায় দুর্যোগ আর কতদিন চলবে জানুন 

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

সোশ্যাল মিডিয়া